সে আমারে আমার হতে দেয় না

শিরোনামঃ সে আমারে
কন্ঠঃ জুনায়েদ ইভান
কথাঃ জুনায়েদ ইভান
সুরঃ জুনায়েদ ইভান
ব্যান্ডঃ অ্যাশেজ
অ্যালবামঃ অন্তঃসারশূন্য

সে আমারে আমার হতে দেয় না
সে আমারে আমার হতে দেয় না

কার কপালের টিপ কার কপালের টিপ
কার হয়ে যায়
চলে গিয়ে ভুল করেছে
ভুল করে সে ফুল হয়ে যায়
ভুল করে সে ফুল হয়ে যায়

সে আমারে আমার হতে দেয় না
সে আমারে আমার হতে দেয় না

কোন সে ভারে নুইয়ে পরে
কুয়া তলে নৌকা দোলে
সে আমারে আমার হতে দেয় না
সে আমারে আমার হতে দেয় না

কোন সে রাতে আঁচল নাচে
শীতের রাতে পিঠা উড়ে
সে আমারে আমার হতে দেয় না
সে আমারে আমার হতে দেয় না

কার কপালের টিপ কার কপালের টিপ
কার হয়ে যায়
চলে গিয়ে ভুল করেছে
ভুল করে সে ফুল হয়ে যায়
ভুল করে সে ফুল হয়ে যায়

সে আমারে আমার হতে দেয় না
সে আমারে আমার হতে দেয় না
সে আমারে আমার হতে দেয় না
সে আমারে আমার হতে দেয় না
সে আমারে আমার হতে দেয় না


সে আমারে আমার হতে দেয় না

Post a Comment

أحدث أقدم